পরিবেশ অধিদপ্তরের অভিযান
জন্মভূমি রিপোর্ট : রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের পুটিমারী বিলের ফসলী জমির মাঝে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লি নির্মাণ করে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ কারবার চালিয়ে আসছিলেন। তারা স্থানীয় দুই জন ব্যক্তির কাছ হতে জমি ইজারা নিয়ে ওই নিষিদ্ধ কাজ করছিলেন। চুল্লির ধোঁয়ার তেজে ধান এবং শাক-সবজির ক্ষেত নষ্ট হচ্ছিল। ঝাঝালো ধোঁয়ায় কৃষকরা জমিতে কাজ করার সময় কাশতে-কাশতে হাফিয়ে উঠছিলেন। সেনের বাজার টু কালিয়া সড়কের ওই পথ দিয়ে চলাচল করা মানুষেরাও চরম ভোগান্তি পোহাচ্ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের নির্দেশে সোমবার কর্তৃপক্ষ সেখানে অভিযান পরিচালনা করেন।
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে দুপুর সাড়ে ১২ টা থেকে অভিযান শুরু হয়। তখন ইমন নিকারির চারটি এবং সোহাগ নামের আরেক জনের চারটি কাঠ পুড়িয়ে কয়লা বানানোর চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের একটি টিম অংশ নেয়। স্থানীয় ফাঁড়ির পুলিশ অভিযানে সহায়তা করেন। দুপুর তিনটা পর্যন্ত অভিযান চলে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ম্যাজিস্ট্রেট মমতাজ দৈনিক জন্মভূমিকে বলেন, অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চুল্লিতে অবস্থানরতরা পালিয়ে যায়। যে কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে দণ্ডিত করা সম্ভব হয়নি। যদিও আশ-পাশে অবস্থানরতদের বলে আসা হয়েছে, চুল্লির মালিকদের আগামী এক সপ্তাহের মধ্যে ঘটনাস্থল পরিষ্কার করার জন্য সতর্কতামূলক বার্তা পৌছে দিতে। নতুবা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদাণ অথবা তারা পলাতক থাকলে নিয়মিত মামলা দায়ের করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের পরও সোহাগের চুল্লিগুলোর সামনে বশে কয়েক বস্তা কয়লা রাখা ছিল। পৃথক আটটি চুল্লির দুই মালিকই চুল্লিতে কাঠ ভরে কয়লা তৈরির জন্য আগুন দিয়েছিলেন। যে কারণে চুল্লিগুলোর সামনে উল্লেখযোগ্য পরিমাণ কাঠের স্তুপ ছিলনা।