জন্মভূমি রিপোর্ট
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের শোলপুর গ্রামে রেহেনা বেগম (৩৭) নামে এক গৃহবধুকে মারপিট করে হত্যা চেষ্টাসহ স্বর্ণালংকার চুরির অভিযোগে দায়ের হওয়া মামলার দুই আসামি বুধবার ভোররাতে গ্রেফতার হয়েছে। তারা হচ্ছে- মোঃ হুমায়ন শেখ (৫০) এবং শেখ ফয়সাল (৩২)। থানা পুলিশের একটি টিম ওই এলাকা হতে তাদের গ্রেফতার করে। সম্পর্কে তারা পিতা-পুত্র।
বুধবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। এরপর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এক কর্মকর্তা এ তথ্য জানান।
এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, গত ১৭ জুন সন্ধ্যায় আসামিরা গৃহবধু রেহেনার বাড়ীতে অনধিকার প্রবেশের পর তাকে মারপিট শুরু করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। আসামিরা তখন তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে চম্পট দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নকিব ইকবাল দৈনিক জন্মভূমিকে বলেন, এ ঘটনায় ভিকটিম আদালতে একটি নালিশি দরখাস্ত করেন। এরপর আদালতের আদেশে গত ১৩ জুলাই থানায় মামলাটি নথিভুক্ত হয়।