রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতারের এক বছরপূর্তি উপলক্ষে ফিউচার টার্গেট একাডেমীর পক্ষ থেকে গত বুধবার বেলা ১১টায় ইউএনও কার্যালয়ে সংবর্ধনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন একাডেমীর উপদেষ্টা চ্যানেল এস’র খুলনা প্রতিনিধি ও রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, সভাপতি চন্দন ভট্টাচার্য্য, একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মোস্তাফিজুর রহমান, রুপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা প্রমুখ।
দীর্ঘ এক বছেরর সফলতা নিয়ে কথা হলে তিনি জানান, নির্বাহী কর্মকর্তা হিসেবে গত বছর ২৬ আগস্ট রূপসায় যোগদান করেন। যোগদানের পর থেকে সুনামের সাথে প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অনিয়ম, দুর্নীতিকে কোন ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। এছাড়া রূপসাবাসীকে সাথে নিয়ে রূপসা আধুনিক ও মডেল উপজেলা গড়ার অঙ্গিকার করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত