
জন্মভূমি রিপোর্ট : খানজাহান আলী (র:) সেতুর রূপসা টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে র্যাব-৬সদস্যরা একটি পিকআপ গাড়ি জব্দ ও ৩৯৪বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় জিল্লুর রহমান নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, সোমবার রাতে র্যাব-৬ স্পেশাল কোম্পানির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী (রূপসা) সেতুর টোল প্লাজায় অভিযান পরিচালনা করে। এ সময় সাতক্ষীরা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে একটি পিকআপ ভ্যান খানজাহান আলী (রূপসা) সেতুর টোল প্লাজার দিকে আসার পর পিকআপ তল্লাসী করে ৩৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং সাতক্ষীরার দেবহাটার মোসারেফ হোসেনের পুত্র মো. জিল্লুর রহমানকে পিকআপসহ গ্রেফতার করে। এঘটনায় রূপসা থানায় একটি মামলা হয়েছে। পরর্বতীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।