বিজ্ঞপ্তি : রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির ১৯২০ সালের ১৪ মে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৈশাখ মাসব্যাপী প্রতিদিন সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ, আরতি ও কীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আগামীকাল রোববার ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার প্রথমে বিকেল ৫টায় ঘট বিসর্জন, সন্ধ্যা ৭টায় চিতায় মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন, রাত ৮টায় সকল বিদেহী আত্মার সদগতি কামনায় সমবেত প্রার্থনা, রাত ৯টায় শ্রীমদ্ভাগবত পাঠ ও কীর্তন, রাত ১০টায় শ্যামা সঙ্গীত, রাত ১২টা ১ মিনিটে মায়ের পূজা এবং পূজান্তে প্রসাদ বিতরণ। এ সকল অনুষ্ঠানাদিতে সক্রিয় অংশ্রগ্রহণের জন্য সকল ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কমিটির পক্ষে সভাপতি বিজয় কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রতন কুমার নাথ।