বিজ্ঞপ্তি : রূপান্তরের অয়োজনে ‘জাতীয় যুবনীতি ২০১৭’ বাস্তবায়নে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর একটি অভিজাত হোটেল অডিটরিয়াম রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন।
পিস কনসোর্টিয়াম প্রজেক্টের ডিরেক্টর শাহাদত হোসেন বাচ্চুর সঞ্চলনায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন কেএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরসহ সমাজকর্মী, নারীনেত্রী, আইনজীবী, উন্নয়নকর্মী, যুব সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিককর্মী, সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রূপান্তর যুব জনগোষ্ঠিকে সম্পৃক্ত করে খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগে ‘উগ্রপন্থা প্রতিরোধে জনসম্পৃক্তকরণ” প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হচ্ছে, ‘জাতীয় যুবনীতি ২০১৭’ বাস্তবায়নে যুব অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে অধিপরামর্শ সভায় গৃহীত সুপারিশমালা নিয়ে জাতীয় পর্যায়ে অধিপরামর্শ সভা আয়োজনের মাধ্যমে একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত