বিজ্ঞপ্তি : সোমবার নগরীর রূপান্তরের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে “স্থানীয় পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা” অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা পর্যায়ের বর্তমান, সাবেক ও আগামীর সম্ভাব্য নারী জনপ্রতিনিধি, সাংবাদিক, নারীনেত্রীবৃন্দ, স্থানীয় পর্যায়ে নারীর অধিকার প্রতিষ্ঠায় তৎপর নারী সংগঠন প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অগ্রযাত্রা অব্যাহত রেখে তাদের ক্ষমতায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সকল পর্যায়ে একজোট হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি ফারজানা নিশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এড. তছলিমা খাতুন ছন্দা, জেলা যুব মহিলা লীগের সভাপতি এড. সেলিনা আক্তার পিয়া।
বক্তৃতা করেন মহিলা পরিষদের এড. পপি ব্যানার্জী, বাংলাদেশ উইমেন চেম্বর অব কমার্সের মনোয়ারা শিউলি, অনন্যা মহিলা সমিতির এড. রওগন আরা, নাগরিক ফোরামের সালমা জাহান, অপরাজিতা বুলু রায় গাঙ্গুলী, মাধুরী সরকার, রিমা খানম, মলিনা জোয়ার্দ্দার, শাহিদা ইসলাম নয়ন, পলি আক্তার, আফরোজা খাতুন মিতা প্রমুখ।
অপরাজিতা প্রকল্প, লক্ষ্য ও উদ্দেশ্য, প্রকল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষপট বিষয়ে আলোচনা করেন প্রকল্পের এডভোকেসি এন্ড নেটওয়াকিং কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেন ও বিভিন্ন কমিটিতে অংশগ্রহণের সংখ্যাগত অবস্থা ও অপরাজিতা ইউনিয়ন নেটওয়ার্ক সম্পর্কে ধারনা উপস্থান করেন প্রোগ্রাম সমন্বয়কারী সুবল ঘোষ। সার্বক উপস্থাপন করেন আকলিমা খাতুন তুলি।
উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সুইজারল্যান্ডের (এসডিসি) সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপরারেশনের সার্বিক ব্যবস্থাপনায় 'অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন' প্রকল্পটি রূপান্তর খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত