
বিজ্ঞপ্তি : স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রীর আহবানে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে স্মার্ট নাগরিক সৃষ্টি করতে হবে। রূপান্তরের কার্যক্রমের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধি করে স্মার্ট নাগরিক সৃষ্টি করতে হবে। রূপান্তরের সাধারণ পরিষদের সভায় এ কথা বলেন।
উন্নয়ন সংগঠন রূপান্তরের সাধারন পরিষদের সভা শনিবার বেলা ১১টায় সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সম্পাদক স্বপন কুমার গুহ, আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম খোকন। বক্তব্য রাখেন সাধারণ পরিষদের সদস্য সরদার আব্দুল লতিফ, দেবাশীষ কর্মকার, মর্জিনা বেগম, চমন আক্তার, এ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, নাসরিন সুলতানা লিমা, কাজী হাফিজুর রহমান, এডভোকেট সেলিনা আক্তার পিয়া এবং রুকসানা পারভীন। এছাড়াও সংগঠনের সিনিয়র কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।