
বিজ্ঞপ্তি : রূপান্তর থিয়েটারের পরিচালক মিজানুর রহমান পান্না’র বাবা বিশিষ্ট সমাজসেবক এস এম হেমায়েত উদ্দীন শনিবার বেলা সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চার পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর রূপসা উপজেলার আইচগাতী উত্তরপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।
তার মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোকবার্তায় এস এম হেমায়েত উদ্দীন-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন। শোকবার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।