জন্মভূমি রিপোর্ট : খুলনায় অবৈধভাবে ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দামে খাদ্যদ্রব্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭হাজার টাকা জরিমানা করেছে র্যাব -৬ সদস্যরা। রোববার বেলা ১১টায় এই জরিমানা করা হয়।
সূত্র জানান, র্যাব-৬ স্পেশাল কোম্পানি খুলনার অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙ্গা এবং নিউমার্কেট এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দামে আলু ও চাল বিক্রি করছে। কিছু খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন করছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-৬’র আভিযানিক দলটি বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরচিালক
মোঃ ওয়ালিদ বিন হাবিব এর সহায়তায় সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল কাঁচাবাজারে অবৈধভাবে ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করার অপরাধে মেসার্স আয়েশা বানিজ্য ভান্ডারের মালিক গোবিন্দ কুন্ডুকে ৫হাজার টাকা জরিমানা, সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় হোটেলের পরিবেশ খারাপ ও অস্বাস্থ্যকর হওয়ায় সহকারী পরিচালক প্রণব কুমার প্রামানিকের সহযোগিতায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে
ভর্তা বাড়ি রেস্টেুরেন্ট মালিক মোঃ সবুজকে ২০ হাজার টাকা এবং বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিমে’র সহযোগীতায় নিউমার্কেটে চালপট্টি ন্যায্য দামের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির অপরাধে নুরুল ইসলাম
ট্রেডার্স’র মালিক মোঃ নুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৩৮ ধারা লংঙ্গন করায় ২দুই হাজার টাকা জরিমানা করা হয়। এই টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত