
জন্মভূমি রিপোর্ট : র্যাব-৬ এর নতুন অধিনায়ক হলেন লেঃ কর্ণেল মোঃ ফিরোজ কবির। তিনি সদ্য বিদায়ী লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদের স্থলে স্থালাভিষক্ত হন। সোমবার বেলা সোয়া ২টায় খুলনা র্যাব-৬ এর কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদায়ী অধিনায়ক র্যাব-৬ বিএ-৬১৩৯ লেঃ কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ, পিপিএম, বিএসপি, পিএসসি র্যাব-৬ অফিসে গার্ড অফ অনার গ্রহণ করে বিদায়ী দরবার এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন। পরবর্তীতে বেলা সোয়া ২টায় নবাগত অধিনায়ক বিএ-৭৪৩৮ লেঃ কর্ণেল মোঃ ফিরোজ কবির, পিপিএম, পিএসসির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী অধিনায়ক মুহাম্মদ মোসতাক আহমদ।
উল্লেখ্য, বিদায়ী অধিনায়ক আজ ৩০ মে মঙ্গলবার র্যাব-১ উত্তরায় যোগদান করবেন।

