
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : জাতীয় সংসদের মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা এমপি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ক্লাবে ক্লাব কর্মকর্তা সদস্য ও স্থানীয় যুবকদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৯ টায় ঢাকা থেকে সরাসরি তিনি লক্ষ্মীপাশা ক্লাবে উপস্থিত হন। এসময় লক্ষীপাশা ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা হুইপ মাশরাফিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরষিত বিশ্বাস, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়, ওসি তদন্ত মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সহঃ মহাব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ ভূঁইয়া, কাশিয়ানী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ চঞ্চল মাহমুদ, লক্ষ্মীপাশা ক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ পলাশ, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, লোহাগড়া পৌর কাউন্সিলর ফয়সাল আহমেদ ফারুক, সাবেক কাউন্সিলর মোঃ আলিম, আওয়ামী লীগ নেতা মিলন খান, শিকদার জিয়াউর রহমানসহ প্রমুখ।
মত বিনিময় সভায় মাশরাফি বিন মোর্তজা বলেন, তরুন যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে বাঁচাতে ক্রীড়া ও সাংস্কৃতির দিকে বেশি মনোনিবেশ করতে হবে। তরুণ প্রজন্ম যদি খেলাধুলা ও সাংস্কৃতির দিকে বেশি করে মনোনিবেশ করে তাহলে আমরা নড়াইল থেকে খেলোয়ার তৈরি করে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জন করবো। আপনারা প্রতিটা ইউনিয়নে একটি করে ক্লাব তৈরি করুন তার জন্য যা কিছু দরকার ইনশাল্লাহ আমি করব।