
ক্রীড়া প্রতিবেদক : লঙ্কা প্রিমিয়ার লিগে গতকাল সাকিবের দল গল টাইটান্সের মুখোমুখি হয়েছিল কলম্বো স্ট্রাইকার্স। বল হাতে এদিন টাইগার অলরাউন্ডারের বিবর্ণ থাকার দিনে ব্যাট হাতে অনন্য এক রেকর্ড গড়েছেন বাবর আজম। আর তাতে অনায়াসেই বিশাল লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছে কলম্বো।
গতকাল কলম্বোর বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করতে নেমে বেশ বড় সংগ্রহই করতে পেরেছিল সাকিবের গল। দুই ওপেনারের ৮৭ রানের জুটি পেয়েছিল দলটি। এরপর ব্যাট হাতে টিম সেইফার্টের ৩৫ বলে ৫৪ এবং ভানুকা রাজাপক্ষের ৩০ রানের ইনিংসে ভর করে বিশ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ গড়ে তারা।
এদিকে বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখেই জয় তুলে নিতে পেরেছে কলম্বো। সাত উইকেটের সে জয়ে বড় অবদান রেখেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। দলের আরেক ওপেনার কাসুন রাজিথাকে সঙ্গে নিয়ে গড়েছিলেন ১১১ রানের ওপেনিং জুটি। রাজিথা ৫৪ রানে আউট হলেও বাবর ঠিকই তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি। শেষ পর্যন্ত পাকিস্তানি এ ব্যাটার আউট হলেও ঠিকই লক্ষ্যে পৌঁছাতে পেরেছে কলম্বো। বল হাতে এদিন ৪ ওভারে ৩০ রান দিয়েছেন সাকিব, পাননি কোনো উইকেট।
এদিকে দলের জয়ের দিনে দুর্দান্ত এক রেকর্ডের মালিক হয়েছেন বাবর। গোলের বিপক্ষে গতকালের সেঞ্চুরি স্বীকৃত টি-টোয়েন্টিতে তার দশম। এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ক্যারিয়ারে দশ বা এর বেশি সেঞ্চুরির মালিক ছিলেন শুধু মাত্র ক্রিস গেইল। ক্যারিবিয় এই ব্যাটারের ২০ ওভারের ক্রিকেটে আছে ২০ টি সেঞ্চুরি।
গতকালের সেঞ্চুরিতে মোট ১০ টি শতক নিয়ে এখন গেইলের পরই অবস্থান করছেন বাবর। ২০১৯ সালে ইংল্যান্ড সফরের সময় লেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তিনটি সেঞ্চুরির মালিক এই অধিনায়ক ব্যাটার।
এদিকে এদিকে দশটি সেঞ্চুরির মালিক বাবর এমন কীর্তিতে ছাড়িয়ে গেছেন ডেভিড ওয়ার্নার এবং ভিরাট কোহলিকেও। স্বীকৃত টি-টোয়েন্টিতে এ দুই তারকার আছে ৮ টি করে সেঞ্চুরি।