ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় লতাবুনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সাহস ইউনিয়নে সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শংকর প্রসাদ গাইন। বার্ষিক সাধারণ সভায় সমিতির সার্বিক বিষয়ের উপর বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুশীল কুমার বালা, কোষাধ্যক্ষ অসিত কুমার মন্ডল, সদস্য যুবরাজ মন্ডল,অমর কান্তি বালা, সন্ধ্যা রানী মল্লিক, সুরঞ্জনা বালা প্রমূখ। সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের দিন ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত