
কপিলমুনি প্রতিনিধি : পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতুলখালী গোবিন্দ মন্দির প্রাঙ্গণে শুক্রবার বিকাল ৩টায় মহিলা আওয়ামী লীগ লতা ইউনিয়ন শাখার উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে লতা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাধিকা গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহানারা পারভিন বিবি, নিবেদিতা মন্ডল, নাজমা কামাল, শেখ জুলি, কালীপদ বিশ্বাস, অনিল সরকার, দীনেশ মন্ডল, বিকাশ সরকার, বিপুল বিশ্বাস, গৌতম রায়, বিদ্যুৎ মন্ডল, প্রসাদ মন্ডল, মহিলা ইউপি সদস্য রীনা পারভীন, বিনতা বিশ্বাস, কাকলী রানী বিশ্বাস, রত্না মন্ডল, শিউলি রায়, গীতা সরকার, রেখা রানী মন্ডল, সুষমা রায়, কুমসুম বেগম, আয়সা বিবি, অমৃত লাল সরকার প্রমুখ।