
জন্মভূমি রিপোর্ট : উপকূলীয় লবণাক্ত এলাকায় শস্যের নিবিড়তা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা শীর্ষক প্রকল্পের মিট টার্ম রিভিউ ৪দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং কমনওয়েল সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন যৌথ ভাবে এর আয়োজন করে। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে এই কর্মশালা।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক, ড. দেবাশীষ সরকার এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর ও প্রকল্প কর্মকর্তা ড. মো: মঈনউদ্দীন। প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন ভারতের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কৌশিক ব্রহ্মমহাচারিয়া, প্রতিভা সিং ও ড. আককাস আলী কৃষি গবেষণা ফাউন্ডেশন’র পরিচালক ড. আককাস আলী। আগামী ১৪ সেপ্টেম্বর শেষ হবে এই কর্মশালা।