
বিজ্ঞপ্তি : খুলনা বিভাগসহ দেশের জেলা-উপজেলায় গরুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্কের মধ্যে পড়েছেন খামারিরা। মারাত্মক এই রোগ মশা-মাছি, আঁঠালি বা ব্যবহৃত নিভেল ও সিরিঞ্জ বার বার ব্যবহারের মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ্য পশুর শরীরে ছড়াচ্ছে। রোগটির সুনির্দিষ্ট কোনো প্রতিষেধক না থাকায় দিশেহারা গৃহস্থ ও খামারিরা। সারাদেশে মহামারী রূপে ধারণ করছে। আক্রান্ত গরুটির প্রথমে প্রচণ্ড জ্বর হয় তারপর দেহের বিভিন্ন স্থানে ছোট ছোট গুটি দেখা দেয় এবং পরবর্তীতে তা দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। দেহ ফুলে যায়, খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং ধীরে-ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই রোগ প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন সংগ্রহ/আবিষ্কারপূর্বক সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীসহ সরকারে হস্তক্ষেপ কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জল্লাহ, এস এম সোহরাব হোসেন, সৈয়দ মোঃ বেলাল হোসেন, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, মোঃ ইলিয়াছ চৌধুরী, এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, মামুনুর রহমান, আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, তালুকদার মোঃ হেলালুজ্জামান, শেখ আব্দুল হালিম, এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, মোজাম্মেল হক, শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।