ডেস্ক রিপোর্ট : লিবিয়া থেকে ইতালিতে পাঠানোর নামে এক যুবককে লিবিয়ার এক নির্জন স্থানে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপনের অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসানহাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আলামিন এবং জহিরের নামে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রতারকের কবল থেকে স্বামীকে রক্ষার জন্য থানায় লিখিত আলামিনের স্ত্রীর নামে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার গড়াইটিপি ইউনিয়নের সানোয়ার হোসেনের স্ত্রী নার্গিস বেগম।
লিখিত অভিযোগে নার্গিস বেগম জানান, আমার স্বামী ছানোয়ার হোসেন গত ২ বছর যাবত লিবিয়া থেকে কাজ করিতেছিল। পরবর্তীতে আলামিনের সাথে পরিচয় হলে তিনি আমার স্বামীকে লিবিয়া থেকে ইতলি নেওয়ার প্রলোভন দেখায়। আলামিনের কথা মত আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে আমাদের ভিটা বাড়ী বিক্রি করে ছয় লক্ষ টাকা দিই। পরবর্তীতে আলামিন আমার স্বামীকে ইতালীর পরিবর্তে লিবিয়ার অজ্ঞাত স্থানে আটকে রেখে বিভিন্ন সময়ে আমাদের কাছে মুক্তিপণ স্বরুপ অতিরিক্ত পনের লক্ষ টাকা দাবী করে আমার স্বামীকে নির্যাতন, মারধর করে মোবাইলে ভিডিও পাঠায় এবং প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী সানোয়ারের স্ত্রী নার্গিস বেগম বলেন, আমার স্বামী উদ্ধার এবং প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করি দর্শনা থানা পুলিশ এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী যদি দর্শনা থানায় লিখিত অভিযোগ দেয়। আর দর্শনা থানা পুলিশ অভিযোগের কপিসহ আমাদের নিকট এসে কোন সহযোগীতা চায় তাহলে আমরা অবশ্যই সহযোগীতা করবো এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত