
সাতক্ষীরা প্রতিনিধি : বাঘের তাড়া খেয়ে সুন্দরবনে হরিণ লোকালয়ে চলে আসার কয়েক ঘণ্টা পর আবারো বনের মধ্যে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ।
এর আগে সুন্দরবন থেকে হরিণটি নদী সাতরে লোকালয়ে চলে এসেছিল।
স্থানীয় মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিম জানান , সকালে তারা দেখতে পান হঠাৎ একটি হরিণ বনের মধ্যে থেকে নদীতে লাফ দিয়ে লোকালয়ের দিকে আসছে। এসময় সেখানে বনের মধ্যে বাঘের গর্জন লোকালয়ের লোকজন শুনতে পান। তিনি জানান বাঘের তাড়া খেয়ে হরিণটি জীবন বাঁচাতে নালীতে ঝাঁপিয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ভোরে দৃষ্টিনন্দনে একটি হরিণ ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তীতে বন বিভাগ হরিণটি উদ্ধার করে সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করে।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, স্থানীয় সিপিজি সদস্যদের মাধ্যমে জানতে পেরে হরিণটি বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে এসেছে। এবং সেখানে ঘোরাঘুরি করছে। পরে হরিণটি জীবিত উদ্ধার করে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত