
জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আন্দোলন করছে। তারা বলেছিল, শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় কার্যালয় থেকে বের হবেন না। কিন্তু ৯০ দিন পর তিনি বের হয়ে বাড়িতে ফিরে গেছেন। এখন তারা আবার লোক দেখানো পদযাত্রা শুরু করেছে। তাদের কোনো আন্দোলন সফল হয়নি। সকল আন্দোলন বিফলে গেছে। শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করে নিজেই দেশ ছেড়ে পালিয়েছেন তারেক রহমান।
মঙ্গলবার দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে একটি কেন্দ্রীয় গবেষণা কমপ্লেক্সের উদ্বোধন ও গ্রিন হাউসে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনসহ চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।
বিএনপির আগুন সন্ত্রাসের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা চাই সংসদে ও দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক। সেই বিরোধী দল সংসদে সরকারের কার্যক্রমের ওপর সমালোচনা করবে। কিন্তু বিএনপি আগুন সন্ত্রাসের কার্যক্রম শুরু করেছে। তারা যাত্রীবাহী গাড়িতে অগ্নি সংযোগ করেছে। বহু মানুষকে মেরেছে। এমনকি পুলিশের গাড়িতে অগ্নি সংযোগ করেছে। যা বিশ্বে বিরল।