লোহাগড়া প্রতিনিধি : লোহাগড়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৫০) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে লোহাগড়ার লক্ষীপাশা খেয়া ঘাটে ব্রিজের পাশে একটি বিল্ডিংএর নিচে ক্ষতবিক্ষত এক অজ্ঞাত ব্যক্তির লাশ স্থানীয় লোকজন দেখতে পায়। এ সময় স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশের কোন সনাক্ত হয় নাই। লাশের ময়নাতদন্ত শেষে তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত