লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় অটোভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে মোঃ নিরব মোল্যা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ নিরব মোল্যা ওই গ্রামের মোঃ ফছিয়ার মোল্যার ছেলে। মঙ্গলবার বিকেলে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু নিরবের মা রাস্তার পাশে পাটের আশ ছাড়াতে ব্যস্ত ছিলেন, এসময় সাথেই ছিল সে। এরপর রাস্তা পার হবার সময় অটোভ্যানের চাপায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় নিরবকে স্থানীয় লাহুড়িয়া বাজারে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত