লোহাগাড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ পলাশ মোল্যা(৩৫) ও মোঃ নিলু মোল্যা(৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পলাশ মোল্যা লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মোঃ কাউছার মোল্যার ছেলে এবং মোঃ নিলু মোল্যা একই গ্রামের মৃত জবু মোল্যার ছেলে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, এসআই(নি:) রবিউল ইসলাম ও এএসআই(নি:) সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এব্যাপারে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত