লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়তে গিয়ে জাফর খন্দকার ওরফে বিশে (৭০) নামে এক গাছীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইতনা গ্রামের পূর্ব পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা ও পেশায় একজন গাছী।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাফর খন্দকার ওরফে বিশে নামে ওই বৃদ্ধ ইতনাসহ আশে-পাশের এলাকায় নারকেল, সুপারীসহ ছোট-খাটো ঘর গেরস্হালীর কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি ইতনা পূর্ব পাড়ার হিন্দু পাড়ায় এক ব্যক্তির তেঁতুল গাছের তেতুল পাড়ার জন্য গাছে ওঠেন। গাছে উঠে কিছু তেঁতুল পাড়ার পর হঠাৎ অসাবধানবশত: তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্হানীয় ইতনা বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে গাছী জাফর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক ও ইতনা ইউনিয়নের বিট অফিসার (এসআই) সুমন হাওলাদার মুঠোফোনে জানান, এরকম কোন ঘটনা আমার জানা নেই এবং আমাকে কেউ অবহিত করেনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত