লোহাগড়া প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল (লোহাগড়া)-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম আরা পারভীন শুক্রবার সকালে লোহাগড়া উপজেলাসহ নড়াইল সদর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।
সূত্র জানায়, শামীম আরা পারভীন (লিচু) খুলনা মহানগর মহিলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। গত মঙ্গলবার থেকে তিনি গণসংযোগের পাশাপাশি লিফলেট বিতরণ শুরু করেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেনিপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। শামীম আরা পারভীন (লিচু) জানান, আমি নড়াইলের মেয়ে, গত ১৫ বছর ধরে নড়াইলে সামাজিকসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। লোহাগড়ার রামপুর, কচুবাড়িয়া, রাজুপুর, লক্ষীপাশা, তালবাড়িয়া, শালনগর, নড়াইল পৌর এলাকার বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলেছি। স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছি। সকলেই হাসিমুখে সাধুবাদ জানিয়েছেন। এলাকার উন্নয়নে কাজ করতে চাই। তিনি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত