লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তরা দরিদ্র এক কূল চাষীর দুই শতাধিক ধরন্ত কূলগাছ কেটে ফেলেছে। মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামের মোঃ গফফার শেখের ছেলে কূল চাষী মোঃ আজাদ শেখ অভিযোগে জানান, ২০১৫ সালের ১৪ আগস্ট দোয়া মল্লিকপুর গ্রামের মোহাম্মদ মল্লিক খুন হন। ওই মামলায় আমিসহ আমার ভাই সাজ্জাদ ও গ্রামের অনেককে আসামি করা হয়। ওই মামলাটি দু’পক্ষের মধ্যে আপোসরফায় প্রায় মিমাংশার পথে। আদালতে স্বাক্ষীরা স্বাক্ষ দিয়েছেন। এখন বাকি আছে শুধু বাদির স্বাক্ষী। ওই হত্যা মামলার বাদি নিহতের ছেলে আলমগীর মল্লিক। আদালতে সাক্ষী দেয়া নিয়ে দীর্ঘদিন যাবত ধরে তালবাহানা শুরু করেছে আলমগীর মল্লিক। এ নিয়ে আমাদের সাথে আলমগীরের বিরোধ চলছে।
কূল চাষী আজাদ শেখ ও তার ভাই সাজ্জাদ শেখ অভিযোগ করেন, ওই বিরোধের জের ধরে আলমগীর মল্লিকসহ তার লোকজন আমার কূল বাগানে গত রবিবার দিনগত গভীর রাতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে প্রায় দুই শতাধিক ধরন্ত কূলগাছ কেটে ফেলেছে বলে আমার ধারনা। আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ৬০ শতাংশ জমিতে কূল চাষ করে ছিলাম। আমি গরীব মানুষ। পরের জমি বর্গা নিয়ে কূল চাষ করেছি। আমি আইনগত ব্যবস্থা নেবো। আমি এর বিচার চাই। অভিযুক্ত আলমগীর মল্লিকের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।