মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়া শহরের লক্ষ্মীপাশা এলাকায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন্সী ফয়সাল আহম্মদ (২৫) নামে একজন ভ্যানচালক খুন হয়েছেন। এ সময় দূর্বৃত্তরা তার ব্যাটারীচালিত ভ্যানগাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে।
সোমবার (১৩মে) রাত ৯টার দিকে লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা গ্রামের সাংবাদিক রুপক মুখার্জির বাড়ির সামনের সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফয়সাল আহম্মদ লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সীর ছেলে।
নিহতের পিতা আহম্মদ মুন্সী জানান, ‘আমার ছেলে দুদিন যাবত নিজের ব্যাটারি চালিতভ্যানে বেকারীর মালামাল বিক্রি করতো। সোমবার সকালে সে ভ্যান নিয়ে বেকারীর মালামাল বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। সোমবার রাত ৯ টার পর আমার ছেলের মোবাইলে আমি কল করলে কলটি রিসিভ করেন লোহাগড়া থানার এসআই আল মামুন। মোবাইল রিসিভ করে তিনি আমার ছেলের খুনের ঘটনা জানান’।
তিনি আরও বলেন, ৫ মাস আগে আমার ছেলে বিয়ে করে। ২ বছর আগে আমার ছেলে লোহাগড়া রেল প্রজেক্টে অস্থায়ীভাবে চাকুরী করতো। ওই কাজ ছেড়ে দেওয়ার পর প্রায় ২ বছর সে বেকার অবস্থায় জীবনযাপন করে আসছিল। দুদিন হলো বাপ্পী নামের এক বেকারী ব্যবসায়ীর অধীনে বেকারীর ‘ডেলিভারি ম্যান’ হিসেবে চাকরি নেয় ফয়সাল’।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।