মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে একজন বাক-প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণে বাধা দেওয়ায় প্রতিবন্ধী মেয়ের মাকে কুপিয়ে গুরুতর আহত করেছে একই গ্রামের মৃত মনা মোল্লার ছেলে জাকির মোল্লা ও তার স্ত্রী মিমি বেগম। গুরুতর আহত রোজিনা বেগমকে (৫০) এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী, পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহির পাড়া গ্রামে গত শুক্রবার ( ১০ নভেম্বর) সকাল ৭ টার দিকে ওই প্রতিবন্ধীর মা রোজিনা বেগম গরু বান্ধার উদ্দেশ্যে পাশের একটি মাঠে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের মৃত মনা মোল্লার ছেলে জাকির হোসেন (৪৫) ঘুমন্ত বাক-প্রতিবন্ধী রত্না খানমকে (২৫) ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাক-প্রতিবন্ধী রত্না খানমের গোংড়ানীর শব্দে মা রোজিনা বেগম দৌঁড়ে এসে দেখতে পায়, জাকির তার মেয়ের হাত ধরে ধস্তাধস্তি করছে। এ সময় তিনি বাঁধা দিলে অভিযুক্ত জাকির তার কাছে থাকা রামদা দিয়ে রোজিনা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপু্র্যপরি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় জাকিরের স্ত্রী মিমি বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত রোজিনার গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। মা ও বোনের চিৎকার চেঁচামেচি শুনে রোজিনা বেগমের ছোট ছেলে মেহেদী হাসান এগিয়ে আসলে জাকির মোল্লা ও তার স্ত্রী মেহেদিকেও মারধোর করে চলে যায়।
এ ঘটনায় ওই দিন আহত রোজিনার স্বামী মাহাত্তাব উদ্দিন বাদী হয়ে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে লোহাগড়া থানার এস আই ও কাশিপুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা ছদরুল হাসান জানান, অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরস্পর বিরোধী অভিযোগ থাকায় আইনগত ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা ।