লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকে লোহাগড়া উপজেলা প্রশাসন, বিএনপি, জামাত, এনপিপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।
সকালে লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি সহ প্রমুখ।
বিকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লোহাগড়ায় পহেলা বৈশাখ পালিত

Leave a comment