লোহাগড়া প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সোমবার থেকে লোহাগড়ায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী শ্রী-শ্রী বাসন্তী পূজা। এ উপলক্ষে লক্ষীপাশা শ্রী-শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির প্রাঙ্গণ সেজেছে অপরূপ সাজে। সোমবার সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার ৫ দিনব্যাপী বাসন্তী পূজার উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস। আয়োজক কমিটির সদস্য প্রভাষক রূপক মুখার্জি বলেন, আগামী শুক্রবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত