লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ঈদে মামা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ফাতেমা সিদ্দিকা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
শিশু ফাতেমা উপজেলার জয়পুর ইউনিয়নের চোরখালি গ্রামের মহাসিন মোল্যার মেয়ে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফাতেমা তার মায়ের সাথে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে তার নানা মৃত লিয়াকত মোল্যার বাড়িতে বেড়াতে যায়। পরে দুপুরে নানা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত