প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৫, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৫, ৭:৪৩ পি.এম
লোহাগড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুনতাহা নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের প্রবাসী ইমরুল মোল্যার মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে বাড়ির উঠানে খেলছিলো শিশু মুনতাহা, এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুসময় পর তার মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপরে পরিবারের অন্য সদস্যরাও তাকে খুঁজতে শুরু করেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে মুনতাহাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা বলেন, ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তবে শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
পুকুরে ডুবে প্রবাসীর শিশু সন্তান মুনতাহারের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া