লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বিদ্যুতের ৩৩কেভি হাই ভোলটেজ লাইনের তারে জড়িয়ে সোহেল শেখ (৩৫)নামের এক শ্রমিকের শরীর ঝলসে গেছে। আহত সোহেলকে প্রথমে লোহাগড়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা আদর্শ পাড়ার মুনছুর শেখের ছেলে সোহেল শেখ বুধবার বিকাল ৪টার দিকে প্রতিবেশী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আতিয়ার রহমানের বাড়িতে ভবনের ছাদে পরিস্কার পরিচ্ছতার কাজ করতে যায়। এ সময় সে অসাবধানতাবশতঃ হাত উঁচু করলে ভবনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে সোহেলের শরীর পুড়ে ঝলশে যায়। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে লোহাগড়া হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত