লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের শেখ মশিউর রহমানের স্ত্রী মিনা বেগম (৩০) শুক্রবার সকালে নিজ বাড়ির টেবিল ফ্যানের সংযোগ দিতে গিয়ে অসাবধানবসত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত