লোহাগড়া প্রতিনিধি : কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্য মল্যের উর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতিসহ ১০ সভা বাস্তবায়নের দাবিতে নড়াইলের লোহাগড়ার সিএনবি চৌরাস্তার পাশে বিএনপিসহ অঙ্গসংগঠন এক অবস্থান কর্মসূচির অয়োজন করে। কর্মসূচি চলাকালীন বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে ও হাতা-হাতির একপর্যায়ে কর্মসূচি পন্ড হয়ে যায়। ঘটনাস্থলে লোহাগড়া থানাপুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে নড়াইলের লোহাগড়ার সিএনবি চৌরাস্তার পাশে বিএনপিসহ অঙ্গসংগঠনের অয়োয়োজনে এক অবস্থান কর্মসূচির মধ্যে বক্তব্য শুরু হয়। এ সময় ছাত্রদল নেতা প্রকৌশলী তাইবুল ইসলাম বক্তব্যে লোহাগড়া বিএনপি নেতাদের কারা বন্দিদের মুক্তির দাবী জানালে একে অপরের সাথে বাক-বিতন্ডে জড়িয়ে পড়ে। পরে দুপক্ষে হাতা-হাতিতে রুপ নেয়। কর্মসূচিতে উপস্থিত জেলা বিএনপির নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিক্কার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভি জর্জ, ফেরদৌস আলম, উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলাম, সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমসহ উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হলে নেতারা অবস্থান কর্মসূচিস্থল ত্যাগ করেন। উপজেলা বিএপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যাই নাই।
এসময় লোহাগড়া থানার অপারেশন অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমরা দেখা মাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমান পরিস্থিতি শান্ত।