
নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি : নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা’র নেতৃত্বে জাতীয় শোক দিবসে এ যাবৎ কালের সর্বশ্রেষ্ঠ র্যালি হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল শোক র্যালিতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সাধারণ জনগনের ভাষ্যমতে নড়াইলবাসী ইতোপূর্বে কোনো রাজনৈতিক, সামাজিক বা অন্যকোন অনুষ্ঠানে দলমত নির্বিশেষে রাস্তায় এক ব্যানারে এত লোক দেখেনি। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও র্যালিতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেয় বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান।
সরেজমিনে দেখা যায়, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোক র্যালিটি শুরু হয়ে লোহাগড়া সরকারি পাইলট স্কুল মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালির সামনে থেকে দু’হাতের ইশারায় রাস্তা করে দিয়ে শৃংখলার সাথে র্যালিটি এগিয়ে নিয়ে যান।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফুর রহমান বাপ্পী, জেলা সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু, সরদার আলমগীর হোসেন আলম, সঞ্চিতা হক রিক্তা, এ্যাডভোকেট মিলি সিদ্দিকী, মৌসুমী ফাতেমা, লোহাগড়া উপজেলা সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখী, হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতান, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান মুন্সী জোসেফ, আউড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম পলাশ, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান জসিম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।