মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ বাজারে মুদি মালামালের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । চুরির ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ২৪ ঘন্টার মধ্যে একজন চোরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ, এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার (১১নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালিগঞ্জ বাজারের মিরাজ স্টোর নামের মুদি দোকানে অজ্ঞাত চোরের দল কৌশলে প্রবেশ করে এবং ওই দোকান থেকে নগদ ২৮ হাজার টাকা, বিভিন্ন ব্রান্ডের সিগারেট, জিরা, এলাসসহ মূল্যবান মালামাল চুরি করে সটকে পড়ে। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় রবিবার (১২নভেম্বর) ইরান হোসেন বাদী হয়ে লোহাগড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ২৪ ঘন্টার মধ্যে পুলিশ পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চরঝামা গ্রাম থেকে চুরি যাওয়া মালামালসহ ওই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত চোর শাকিল মোল্ল্যা (২২) মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চরঝামা গ্রামের তরিকুল মোল্যার ছেলে। সোমবার (১৩ নভেম্বর) গ্রেফতারেরকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে, অন্য দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।