প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ৫:১৮ পি.এম
লোহাগড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোস্তফা কামাল, লোহাগড়া (নড়াইল) : যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের কুন্দশী চৌরাস্তায় এসে সমাবেত হয়।
পরে কুন্দশী চৌরাস্তা থেকে উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু'র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের জিয়া মঞ্চ চত্বরে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুজ্জামান তারিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ আলম শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, শেখ জহিরুল ইসলাম জহির, বিএনপি নেতা আবু হায়াত সাবু, সাচ্চু মিয়া, এস এম শাহিন বিপ্লবসহ প্রমূখ।
এরপর সকাল ১১ টায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরের জিয়া মঞ্চে লোহাগড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র'র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রিয়াদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা এস এ মাসুম হিসাম, প্রবীণ বিএনপি নেতা শ, ম, লুৎফর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতীকি সাজে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আন-নূর-তাহা উপস্থিত ছিলেন। একই মঞ্চে বিকালে স্হানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া