লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ অক্টোবর) লোহাগড়া বাজারে। ভুক্তভোগী সুত্রে জানা গেছে, পৌর শহরের কুন্দশী এলাকার শেখ মনিরুজ্জামানের স্ত্রী জেসমিন খানম (৫৫) বাজার করার উদ্দেশ্যে শনিবার বেলা ১২ টার দিকে লোহাগড়া বাজারে যান। এসময় অপরিচিত দু'জন ব্যক্তি ভুক্তভোগী জেসমিন খানমকে বলেন, 'বেকারির কেকসহ বিভিন্ন ধরনের খাবার তৈরির কেমিক্যাল নিয়ে এসেছেন। কিন্তু ওই দু'জন অপরিচিত ব্যক্তি বেকারির ঘর কোন পাশে তা জানেন না। ভুক্তভোগী জেসমিনকে তাই বেকারীর ঘর দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ওই দুজন অপরিচিত ব্যক্তি। এ সময় জেসমিন ওই দু'জন অপরিচিত ব্যক্তিকে বেকারীর অবস্থান দেখিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলে আবারও ওই দু'জন অপরিচিত ব্যক্তি হঠাৎ আমার হাত ধরে বলেন, 'আপনি আমার মায়ের মতো। আপনাকে ধন্যবাদ। এরপর তারা কৌশলে জেসমিনের গলায় থাকা আট আনা ওজনের চেইন, দুই আনা ওজনের লকেট, ১.৫ আনা ওজনের কানের দুল, যার বর্তমান বাজার মূল্য ৭৫ হাজার টাকা এবং ব্যাগে থাকা ২৫'শ টাকা নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় ভুক্তভোগী জেসমিন বাদী শনিবার সন্ধ্যায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত