লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহাগড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এসম লোহাগড়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন, লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে উপস্থিত সবাই বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।