
লোহাগড়া প্রতিনিধি : নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে মন্দির ভিত্তিক পূজা কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে হলরুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পর্ষদের আহবায়ক পরীক্ষিত সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পর্ষদের সহ-সভাপতি গৌতম দেওয়ান, রনজিত ঠিকাদার, জুড়োন ঘোষ, কিংকর ঘোষ, মনি কুমার বিশ্বাস, অলোক পান্ডে, সুনীল বিশ্বাস, প্রভাষক রূপক মুখার্জি, কাজল পালসহ প্রমুখ।
সভায় আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সংশ্লিষ্ট মন্দিরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এ বছর লোহাগড়া উপজেলায় ১৫১টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৪১টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।