
লোহাগড়া প্রতিনিধি : লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক( ইংরেজি) ও লোহাগড়া কলেজপাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ হাসানুজ্জামান হাসান স্যার মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন) মঙ্গলবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী ১ পুত্র হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নাহিদ নেওয়াজ চয়ন (অষ্ট্রেলিয়া), ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ আছর প্রথমে তার শেষ কর্মস্থল লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর দ্বিতীয় জানাজার নামাজ বিকাল সাড়ে ৫ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লোহাগড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জনপ্রিয় ও সর্বজন শ্রদ্ধেয় এ শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।