লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দসী গ্রামের কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে কুচক্রী মহলের নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কুন্দসী গ্রামে মোঃ শুকুর বিশ্বাসের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় যুবক পলাশ শেখ। সম্মেলনে বলা হয়েছে, সম্প্রতি লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কুন্দশী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি কুচক্রী মহল আওয়ামীকর্মী-সমর্থকদের মানসম্মান ক্ষুন্ন করতে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। ওই মহল রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াসে নানা কুৎসা, ভিত্তিহীন খবর প্রচার করছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন মোঃ শুকুর বিশ্বাস, নেপাল দত্ত, মোঃ শরিয়ত বিশ্বাস বাবু, মোঃ নাইমুর রহমান আরমান প্রমুখ। বক্তারা অপপ্রচারের প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তি দাবি জানিয়ে বলেন, হয়রানি ও সম্মানহানি করতে আওয়ামী কর্মী-সমর্থকদের নামে অপপ্রচার চালানো হয়েছে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। ভুক্তভোগীসহ গ্রামবাসীরা সংবাদ সম্মেলনের আয়োজন করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত