লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার জয়পুর ইউপির চাচই-ধানাইড় গ্রামে একজন সাবেক মহিলা মেম্বরকে হুমকি দিয়েছে প্রভাবশালী লোকজন। ওই মহিলা মেম্বরের পৈত্রিক জমি দখলে নিতে প্রভাবশালীরা তৎপর হয়ে উঠেছে। হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে গত শুক্রবার বিকালে সিডি বাজার সংলগ্ন ওই জমিতে ওই সাবেক মহিলা মেম্বর সংবাদ সম্মেলন করে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। চাচই-ধানাইড় গ্রামের (বর্তমানে লোহাগড়া) ফকির মোকাদ্দেছ হোসেনের ছেলে ফকির ওয়াহিদুজ্জামানসহ তার লোকজনে জয়পুর ইউনিয়নের সংরক্ষিত-৩নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বর ও একই গ্রামের মৃত আলী কারিকরের মেয়ে নাজমা খানমকে হুমকি-ধামকি দিয়েছেন।
নাজমা খানম অভিযোগে জানান, ৭২নং চাচই-ধানাইড় মৌজার আরএস ১০৩ খতিয়ানের ৮০৬নং দাগের ১১ শতক জমির মধ্যে সাড়ে ৫শতক জমি আমরা পাবো। পিতার মৃত্যুর পর মাসহ আমরা ৭ জনে ওই জমির উত্তরাধীকার। ইতোপূর্বে আমরা ওই জমির কিছু অংশে বাঁশ-কাঠ-টিন দিয়ে দোকানঘর নির্মাণ করেছি। ৫শতক জমি আমাদের দখলে রয়েছে। অবশিষ্ট জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে ফকির ওয়াহিদুজ্জামানসহ তার লোকজনে বাধা প্রদান করেছে। তারা আমাকে হত্যা সহ দোকানঘর ভাংচুর বা অগ্নি সংযোগের হুমকি দিয়েছে। আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায়। পরে ওয়াহিদুজ্জামান আদালতে ১৪৪ ধারায় মামলা দায়ের করেছে।
নাজমা খানমের মা অসহায় বৃদ্ধা নুরী বেগম বলেন, আমরা গরীব মানুষ। আমার স্বামীর ন্যায্য পাওনা জমি থেকে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে প্রভাবশলীরা। আমরা প্রধানমন্ত্রীসহ নড়াইল-২ আসনের এমপি ও প্রশাসনের সহযোহিগতা চাই। অসহায়দের পাশে দাঁড়ানোর দাবি জানাচ্ছি। প্রশাসন আমাদের ন্যায্য জমি বুঝে দিক। ওরা আমাদের খুন করে ফেলবে। এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত