লোহাগড়া প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মদের জন্মভূমি লোহাগড়ায় নির্মিত বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সরেজমিনে ঘুরে দেখলেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ। বুধবার সকাল ১১টায় নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ তার দলীয় নেতা-কর্মী সমর্থকদের নিয়ে সদ্য জাতীয়করণকৃত উপজেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দীন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, শেখ রোকন উদ্দীন মাল্টিপারপাস হল ও ভবন , নির্মাণাধীন আধুনিক মসজিদ কমপ্লেক্স, মধুমতী নদীর তীর সংরক্ষণ প্রকল্পসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, 'লোহাগড়ার কৃতি সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহম্মদ অবহেলিত ও পিছিয়ে পড়া নড়াইল-লোহাগড়ায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে যে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহম্মদ নড়াইল-লোহাগড়ায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত