লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ৮ দলীয় ফুটবল ডেভেলপমেন্ট টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় মোল্লার মাঠ স্টেডিয়ামে ৮ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। খলিশাখালী স্পোর্টিং ক্লাব ( কে এস সি) আয়োজিত ও ” ব্লু ড্রিম গ্রুপ লিমিটেডের” সহযোগিতায় খেলায় উদয়ন যুব সংঘ দত্তপাড়া নড়াইল ফুটবলএকাদশ মঙ্গলপুর দোয়েল ক্লাব নড়াগাতী ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান খোকন চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান শ, ম লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক কাজী মুরাদ হোসেন, সাঈদ আলম শিপলু, মাহবুবুর রহমান, এসকে হাসান, এম সাগরসহ প্রমুখ।
এ দিকে চূড়ান্ত পর্বের খেলা দেখতে দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার দর্শক মাঠে ভীড় করে। নারী পুরুষ, শিশু বয়োবৃদ্ধ সহ সকল শ্রেণী-পেশার মানুষ উপভোগ করেন মনোমুগ্ধকর এ ফুটবল টুর্নামেন্ট।
আয়োজক কমিটির অন্যতম সদস্য এস কে এমডি হাসান বলেন, বর্তমান যুব সমাজ খেলাধুলার প্রতি না ঝুঁকে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এছাড়াও যুব সমাজকে মাদকের ভয়াল করাল গ্রাস থেকে বাঁচাতে আমরা এ আয়োজন করেছি। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি খেলার প্রধান পৃষ্ঠপোষক ” ব্লু ড্রিম গ্রুপ লিমিটেডের ” এম ডি সমাজসেবক ও তরুন শিল্পপতি স্বপ্নীল চৌধুরী সোহাগকে। আগামীতেও আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে।
লোহাগড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Leave a comment