লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্নী। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ও পুজা উদযাপন পর্ষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার ( ১২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত লোহাগড়া উপজেলার বিভিন্ন মন্দিরের মন্ডব পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
পরিদর্শনের সময় নির্বাহী কর্মকর্তা হিন্দু ধর্মাবল্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহবান জানান।
নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্নী আরও বলেন, আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। তিনি সুষ্ঠুভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শরিফুল ইসলাম, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মোঃ ইউনুস, লোহাগড়া উপজেলা পুজা উদযাপন পর্ষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, পৌর পূজা উদযাপন পর্ষদের সভাপতি কিশোর রায়, সাধারণ সম্পাদক সুদর্শনকুন্ডু ছোটন, লোহাগড়া উপজেলা পুজা উদযাপন পর্ষদের সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্তী, সহ – সভাপতি সাংবাদিক রূপক মুখার্জি, সাংবাদিক শরিফুজ্জামান, কাজী ইমরানসহ প্রমূখ।