লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নম্বর ১২৯৫) এর লোহাগড়া উপজেলা সড়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় লক্ষীপাশা চৌরাস্তা নিউ মার্কেট চত্বরে সংগঠনের উপদেষ্টা পান্নু মোল্লার সভাপতিত্বে পরিচিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সভাপতি মোঃ মোতাহের হোসেন, যুগ্ম সম্পাদক মকতুল হোসেন, সংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ হিরন, আবু তাহের, নড়াইল জেলা বাস মালিক সমিতির সংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, ২২৭ এর সহ-সভাপতি মোঃ জনি, লোহাগড়ার নবম নির্বাচিত শাখা সম্পাদক মোঃ প্রিন্স মোল্লা, সহ-সড়ক সম্পাদক মোঃ মশিয়ার রহমান, সাঈদ আলম শিপলু, মোঃ হাসিব প্রমুখ। পরে আগত শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।