লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রাম থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মাদকসেবী সুবহান মোল্লা এলাকা ছেড়ে পালিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামের সুবহান মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত চারটি গাছের মধ্যে দুটি গাছ শুকনো এবং দুটি গাছ কাঁচা। পুলিশের অভিযানের খববর পেয়ে অভিযুক্ত সুবহান এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে , ওই গ্রামের মৃত এনায়েত মোল্লার ছেলে সুবহান মোল্লা মাদকাসক্ত। সে দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিল। সুবহান গাঁজা সেবনের পাশাপাশি বাড়ির পাশে গাঁজার চারা রোপন করে চাষও করছিল বলে এলাকাবাসীর অভিযোগ।
এসঅআই তৌফিক আহম্মদ জানান, গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামী সুবহান পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত