
লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এবার লোহাগড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ১৪৪৪ জন ভোটারের মধ্যে ১৩৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে রাত ৯ টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে মো.ইবাদত শিকদার ছাতা মার্কা নিয়ে ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. এমদাদুল হক চেয়ার প্রতিকে ৫৭২ ভোট পেয়েছেন। স্বতন্ত্র সভাপতি প্রার্থী মো.আজিজার সরদার আনারস মার্কা নিয়ে ২৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান কদর তালা মার্কায় ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.নজরুল ইসলাম শেখ চশমা প্রতিকে ৩৭৩ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আকিদুল ইসলাম মাছ প্রতিকে ৩৬৫ ভোট ও খোকন সরদার হাঁস প্রতিকে ৭০ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মাসুদ মোল্যা ঘোড়া প্রতিক নিয়ে ৬৭১ ভোট ও রিপন মোল্যা মই প্রতিকে ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রাজু আহম্মদ বাপ্পী মোমবাতি প্রতিকে ৭৩১ ভোট ও সোহেল রানা চাঁদ প্রতিকে ৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মাজহারুল শুভ্র গোলাপ ফুল প্রতিকে ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মফিজ শেখ কলস প্রতিকে ৫৩৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আহসানুল কবির প্রিন্স মোটরসাইকেল প্রতিকে ৭২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার সম্পাদক পদে ইবাদত সরদার বাই সাইকেল প্রতিকে ৫৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল শেখ প্রজাপতি প্রতিকে ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য পদে অনুপ স্বর্ণকার গরুর গাড়ি প্রতিকে ৭১৪ ভোট ও রোহান শেখ বাস প্রতিকে ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।